আয়া সোফিয়ায় পোপকে আমন্ত্রণ জানালেন এরদোগান

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের আয়া সোফিয়ার উদ্বোধন অনুষ্ঠানে যে সব আন্তর্জাতিক নেতৃবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের অন্যতম পোপ ফ্রান্সিস।

আজ শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আয়া সোফিয়া মসজিদের। এক থেকে দেড় হাজার বিশিষ্ট ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়েছে এ অনুষ্ঠানে। গত রোববার প্রেসিডেন্টের মুখপাত্র ইবরাহীম খলীল সিএনএনকে এতথ্য জানিয়েছেন।

আরো কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানকেও আয়া সোফিয়ার উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আজারবাইজান, কাতারের নেতৃবর্গ অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে। তবে পোপ অংশ গ্রহণ করবেন কিনা এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

এর আগে আয়া সোফিয়ার মসজিদে প্রত্যাবর্তনের যখন ঘোষণা হয়, তখন আয়া সোফিয়ার জন্য বেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন পোপ।

আরো পড়ুন: যুগে যুগে দেশ দখলের পর খৃস্টানরা অন্যদের ইবাদতখানা কী করত!

পূর্ববর্তি সংবাদঅবশেষে জাপান গার্ডেন সিটিতে কুরবানির সিদ্ধান্ত নিল মালিক সমিতি
পরবর্তি সংবাদচীনে গির্জা ধ্বংস, যিশুর জায়গায় চীনা প্রেসিডেন্টের ছবি