অবশেষে জাপান গার্ডেন সিটিতে কুরবানির সিদ্ধান্ত নিল মালিক সমিতি

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত  আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে কুরবানি হবে। কুরবানি পশুর ক্রয়বিক্রয়, বর্জ্য পরিস্কার করা, পশু জবাই এসব কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এলাকাটির মালিক কল্যাণ সমিতি। সিটিতে পশু ঢুকতে না দেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ২২ জুলাই পুনরায় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কল্যাণ সমিতি।

আরো পড়ুন: মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে কোরবানির পশু ঢুকতে না দেওয়ার ‘হঠকারী’ সিদ্ধান্ত!

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবারের ন্যায় এবারো জাপান গার্ডেন সিটির অভ্যন্তরে সুশৃংখলভাবে সর্ব প্রকার স্বাস্থ্য বিধি মেনে পশু কোরবানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে কুরবানি পশুর ক্রয়বিক্রয়, বর্জ্য পরিস্কার করা, পশু জবাইর ক্ষেত্রেও সহযোগিতার  আশ্বাস দেয়া হয়।

 

প্রসঙ্গত, এর আগে জাপান গার্ডেন সিটিতে কোরবানির পশু ঢুকতে দেওয়া হবে না বলে ‘হঠকারী’ নিলে সামাজিক মাধ্যমসহ দেশের বিভিন্ন মহলের এর সমালোচনা হতে থাকে। তখন ওলামায়ে কেরাম এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তাদের নিন্দা প্রতিবাদে অবশেষে মালিক সমিতি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়।

আরো পড়ুন: নির্দিষ্ট এলাকায় কোরবানী নিষিদ্ধের ‘হঠকারী’ সিদ্ধান্ত: যা বলছেন বিশিষ্ট আলেমরা

পূর্ববর্তি সংবাদইসলাম অবমাননাকারী নাস্তিক আসাদ নূরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদআয়া সোফিয়ায় পোপকে আমন্ত্রণ জানালেন এরদোগান