স্বাস্থ্য ডিজির বিচার এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাল বিএনপি

ইসলাম টাইমস ডেস্ক: তুমুল সমালোচনার মুখে সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, তার পদত্যাগই সমাধান নয়, বিচার হতে হবে। স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

করোনা টেস্ট নিয়ে দুটি প্রতিষ্ঠানের কেলেঙ্কারির ঘটনায় দেশব্যাপী তোলপাড়ের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক আবুল কালাম আজাদ মঙ্গলবার পদত্যাগ করেছেন।

তিনি বলেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথকেয়ার করোনার যে ভুয়া সার্টিফিকেট দিয়েছে তার ফলে করোনা আক্রান্ত মানুষগুলো নির্বিঘ্নে চলাফেরা করেছে। তাদের থেকে করোনা ছড়িয়েছে। এতে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে।

পূর্ববর্তি সংবাদগ্যাস লাইন বিস্ফোরণে বংশালে শিশুর মৃত্যু, ৩ জন দগ্ধ
পরবর্তি সংবাদদীর্ঘ অবরোধ শেষে পটুয়াখালীতে ইলিশ শিকারে জেলেদের যাত্রা