নদীপথে ঈদ যাত্রায় বরিশালে পুলিশের ৮ নির্দেশনা

ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে লঞ্চে নদী পথে ঈদযাত্রা নিরাপদ করতে বরিশাল বিআইডবি¬উটি’এ ও বরিশাল জেলা লঞ্চ মালিক সমিতির সদস্যদের উপস্থিতিতে এক মত বিনিময় সভা করেছে মেট্রোপলিটন মডেল কোতয়ালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানা ওসি নুরুল ইসলাম পিপিএম।

প্রতিটি লঞ্চে জীবানুনাশক স্প্রেসহ ট্যানেল স্থাপন, সিসি ক্যামেরা আওতায় আনা, যাত্রীদের মধ্যে দুরুত্ব বজায় নিশ্চিত করা, যাত্রী সাধারণ যার যার ডানদিক দিয়ে চলাচল বাধ্যতামূলক করা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট বয়ার ব্যবস্থা করা, সাবধানতার সাথে লঞ্চ ও জাহাজ চলাচল করা, লঞ্চে মাইকের ব্যবস্থ করা ও লঞ্চঘাট পল্টুনে ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স মেডিকেল টিমের ব্যবস্থাসহ ৮টি বিষয়ের উপর জোর দিয়ে মতামত বিনিময় করা হয়।

মঙ্গলবার জরুরী ভাবে কোতয়ালী মডেল থানায় এই সভার আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল নদী-বন্দর উপ-পরিচালক আজমুল হুদা মিঠু, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল, বরিশাল সদর নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) এ.আর. মুকুল ও ওসি(অপারেশন) মোজাম্মেল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তি সংবাদহ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন, দগ্ধ চিকিৎসক দম্পতি
পরবর্তি সংবাদআমরা এখন জনসাধারণকে সরাসরি ভূমি সেবা প্রদান করছি: ভূমিমন্ত্রী