ফিলিস্তিনের করোনা পরীক্ষাকেন্দ্র গুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিমতীরে একটি তল্লাশি চৌকি আক্রমণ করে গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই যেটি নমুনা পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

জানা যায়, পশ্চিমতীরের জেনিন শহরের প্রবেশমুখে অবস্থিত এই তল্লাশি চৌকিটি ব্যবহার করতো ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী। এর বাইরে এটিকে অস্থায়ীভাবে করোনা সেন্টার বানানো হয়েছিল। কিন্তু ইসরায়েলের আক্রমণে পুরো ভবনটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জর্ডান তীরে ফিলিস্তিনের আরো ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য রাষ্ট্রগুলো এই ঘোষণার নিন্দা করেছে। এমন পরিস্থিতিতে তারা ভূমি দখলের অবস্থান থেকে কিছুটা সরে এসে সাধারণ ফিলিস্তিনিদের ওপর অত্যাচার-নির্যাতন বাড়িয়ে দিয়েছে। সূত্র: ওয়ফা নিউজ।

 

পূর্ববর্তি সংবাদদিনাজপুর হিলি মাদরাসা: উত্তরবঙ্গে ইলমি ঐতিহ্যের অনন্য প্রতিষ্ঠান
পরবর্তি সংবাদএবারের ঈদে থাকছে না বিশেষ ট্রেন: রেলমন্ত্রী