কুরবানীর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের দাবি ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার

ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন ঈদুল আযহার কুরবানীর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ নূন্যতম ২ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে ময়মনসিংহের আলেমদে সংগঠন ইত্তেফাকুল উলামা।

আজ সোমবার ইত্তফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসের শুরার সভাপতি আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী-এর সভাপতিত্বে  সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় কওমি মাদরাসাগুলোর মুহতামিমদের সাথে মতবিনিময় ও কুরবানির চামড়া করণীয় শীর্ষক আলোচনা সভায় সরকারের প্রতি এ জোর দাবি জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন,  একটি সম্ভাবনাময় শিল্প চামড়া। কুচক্রী সিন্ডিকেটের কারসাজিতে এখন এটি ধ্বংসের দ্বারপ্রান্তে। কুরবানির চামড়ার হকদার গরীব এতীমদের ঠকিয়ে পকেট ভারি করছে একটি সার্থান্বেষী মহল। চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্ঠ জনগোষ্ঠীর জীবন জীবিকা রক্ষার সার্থে সরকারকে এখনি উদ্যোগ গ্রহণ করতে হবে। চামড়ার নূন্যতম মূল্য ২ হাজার টাকা নির্ধারণসহ সিন্ডিকেট ও দায়ীদের বিরুদ্ধে সরকারকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, ন্যায্য মূল্য না পেলে স্থানীয় কওমি মাদরাসাগুলো চামড়া ক্রয় করবে কি না এ বিষয়টি ইত্তেফাক।

এছাড়াও ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে সকল কওমি মাদরাসা খোলে দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান হয়। সভায় অন্যদে মাঝে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী সহসভাপতি আল্লামা আনোওয়ারুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মুহিব্বুল্লাহ, মাওলানা মুহাম্মদ, মুফতি রঈসুল ইসলাম, মুফমি আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আমিনুল হক, মাওলানা জামাল উদ্দিন, মুফতি আমীর ইবনে আহমদ মুফতি শরিফুর রহমান প্রমুখ।

 

পূর্ববর্তি সংবাদঈদুল আজহার তারিখ জানাতে বৈঠক মঙ্গলবার
পরবর্তি সংবাদপাঁচ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা, বন্দরে সতর্কতা বহাল