করোনা পরিস্থিতির মধ্যেও জম্মু – কাশ্মিরে থেমে নেই ভারতীয় বাহিনীর অভিযান

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যে জম্মু ও কাশ্মিরে থেমে নেই ভারতীয় বাহিনীর জুলুম অভিযান।  শনিবার (১৮ জুলাই) ভোরে সোপিয়ান জেলার আমশিপোরা গ্রামে অভিযান চালিয়ে তিনজন স্বাধীনতাকামীকে হত্যা করেছে ভারতীয় বাহিনী।

শনিবার আমশিপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা, আধাসামরিক বাহিনী ও জম্মু কাশ্মির পুলিশ। ভারতীয় বাহিনীর দাবি, নির্ভরযোগ্য সূত্রে ওই এলাকায় স্বাধীনতাকামীদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল তারা।  তল্লাশির নামে অভিযান শুরু হতেই নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা তিনজন নিহত হয়।

কুলগ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন শীর্ষ স্বাধীনতাকামীসহ তিনজন নিহত হওয়ার ২৪ ঘণ্টার মাথায় এ বন্দুকযুদ্ধ হয়।  ওই নেতা আইইডি বিশেষজ্ঞ ছিলেন বলে দাবি ভারতীয় নিরপত্তা বাহিনীর।

পূর্ববর্তি সংবাদগাজীপুরে ফিল্মি স্টাইলে ডাকাতি, ২০ ভরি স্বর্ণ, ১০ লাখ টাকা লুট
পরবর্তি সংবাদগ্রীসে উসমানী আমলের মসজিদগুলো কেমন আছে