আড়াই হাজার ছাড়াল মৃত্যু, শনাক্ত দুই লাখ ছুঁইছুঁই

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনাআক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আড়াই হাজার ছাড়িয়েছে মৃত্যু সংখ্যা। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৩৪ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন এবং মোট সুস্থ ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৮১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন।

এদিকে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৩৯ লাখ ৫৩ হাজারের বেশি। মৃতের সংখ্যা প্রায় পাঁচ লাখ ৯৩ হাজার প্রায়। তবে পৌনে ৮৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

পূর্ববর্তি সংবাদইসরায়েলের ভূমি দখলের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক নিষেধাজ্ঞা’ আরোপের দাবি ফরাসি সাংসদদের
পরবর্তি সংবাদপ্রতারণা মামলায় আবারও ২ দিনের রিমান্ডে ডা. সাবরিনা