ইসরাইলের ‘ক্রাইম মিনিস্টারে’র বিরুদ্ধে ফের বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: করোনাকে উপেক্ষা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও রাস্তায় নামলো হাজার হাজার মানুষ।

জেরুজালেমে প্রধানমন্ত্রীর সরকারি বাড়ির সামনে জড়ো হয় হাজার হাজার বিক্ষোভকারী। তাদের দাবি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইস্তফা দিতে হবে। কারণ, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার বিচার চলছে। এই অবস্থায় তিনি ক্ষমতায় থাকতে পারেন না।

বিক্ষোভকারীদের হাতে ধরা পোস্টারে লেখা ছিল, ‘নেতানিয়াহুর দুর্নীতি আমাদের অসুস্থ করে’, ‘ক্রাইম মিনিস্টার, ‘আমরা বিরক্ত হয়ে গেছি’, ‘অভিযুক্ত রাজনীতিবিদ কখনোই দেশের প্রধান থাকতে পারেন না’ ইত্যাদি।

পুলিশ জানিয়েছে, প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল। পরের দিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ছোটখাট সংঘর্ষ হয়েছে।

ডেইলি সাবাহ

পূর্ববর্তি সংবাদতৃতীয় দিনেও নেভানো যায়নি মার্কিন রণতরীর আগুন
পরবর্তি সংবাদঢাকা-ইস্তান্বুল রুটে ফ্লাইট চালু করছে টার্কিশ এয়ারলাইন্স