পাকিস্তানের সংসদে বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদসহ কোরআন পাঠদানের প্রস্তাব পাস

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের সব বিশ্ববিদ্যালয় অনুবাদসহ কুরআনে শিক্ষাদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় সংসদ।

সোমবার পাকিস্তানের সংসদ বিষয়কমন্ত্রী আলী মোহাম্মদ খানের উত্থাপিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। খবর জিয়ো নিউজ উর্দূর।

স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে চলা জাতীয় পরিষদের অধিবেশনে তিনি এ প্রস্তাবনা পেশ করেন।

এতে বলা হয়, কোরআনের উর্দূ অনুবাদ পাঠদানের মাধ্যমে আমাদের প্রজন্মের সামনে জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ জন্য যেসব প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদসহ কোরআন পড়ানো হয় না সেসব বিশ্ববিদ্যালয়ে অর্থসহ কোরআন পড়ানো উচিত।

পরে সংসদ বিষয়কমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবটি সংসদে সর্বসম্মতভাবে পাস হয়।

সম্প্রতি পাকিস্তানের সর্বাধিক জনবহুল প্রদেশ পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদসহ পবিত্র কোরআন শিক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

জিয়ো নিউজ জানিয়েছে, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ডিগ্রি অর্জনের জন্য অনুবাদসহ কোরআন অধ্যায়ন একটি অপরিহার্য শর্ত।

পূর্ববর্তি সংবাদস্বাস্থ্য অধিদফতরের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো বিরোধ নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদঅনিয়মের অভিযোগে বেফাকের সব দায়িত্ব থেকে স্থায়ীভাবে বরখাস্ত ৩