করোনা উপসর্গ নিয়ে খ্রিষ্টানদের ধর্মগুরুর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু ও চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তা করোনা উপসর্গ নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মারা যান খ্রিষ্টানদের এই ধর্মগুরু।

আর্চবিশপ মজেস কস্তা ২০১১ সালের ২৭ মে চট্টগ্রামে বিশপ হিসেবে অধিষ্ঠিত হন। এর আগে ১৯৯৬-২০১১ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছর তিনি দিনাজপুর ডাইয়োসিসের বিশপ হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৭ সালে চট্টগ্রামকে আর্চডাইয়োসিস হিসেবে উন্নীত করা হলে ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মজেস কস্তাকে চট্টগ্রামের প্রথম আর্চবিশপ হিসেবে নিযুক্ত করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন চট্টগ্রাম বিভাগে ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু।

আরো পড়ুন: করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল

পূর্ববর্তি সংবাদলাজ ফার্মায় বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ, জরিমানা ২০ লাখ টাকা
পরবর্তি সংবাদআল-আকসার গেট বন্ধের নির্দেশ ইহুদিবাদী ইসরাইলি আদালতের