৪০ কার্যদিবসে ভার্চুয়াল কোর্টে ৫৫ হাজার অভিযুক্তের জামিন

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে ৪০ কার্যদিবসে ১ লাখ ৭ হাজার ৩৭টি জামিন আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৬৭৭ অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিয়েছেন সারা দেশের অধস্তন ভার্চুয়াল আদালত।

রোববার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে সাইফুর রহমান বলেন, ১১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত মোট ৪০ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ১ লাখ ৭ হাজার ৩৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৫৪ হাজার ৬৭৭ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে। এদিকে ৪০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে মোট ৬৫১ জন শিশুকে জামিন দেয়া হয়েছে।

করোনাকালে সৃষ্ট পরিস্থিতির কারণে গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে ১৩টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।

পূর্ববর্তি সংবাদএ বছর রাস্তায় কোনো পশুর হাট বসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদআয়া সোফিয়া নিয়ে আদালতের রায়ে আপত্তি তোলা তুর্কি সার্বভৌমত্বের ওপর আক্রমণ: এরদোগান