পাপুল কান্ডে জড়িত থাকার অভিযোগে কুয়েতের মেজর জেনারেল গ্রেপ্তার

ইসলাম টাইমস ডেস্ক: কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর গালফ নিউজ।

এর আগে পাপলুকে আর্থিক লেনদেনে সহায়তা দেয়া এবং ঘুষ গ্রহণে জড়িত থাকার দায়ে মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়।

গালফ নিউজ জানায়, ঘুষের বিনিময়ে পাপুলের বেশ কিছু কাজ দ্রুত অনুমোদন করিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে মেজর জেনারেল মাজেন আল-জারাহ। সে সময় তিনি কুয়েতের নাগরিকত্ব, পাসপোর্ট ও বসবাসের অনুমতি বিষয়ক দপ্তরের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি ছিলেন।

পাপুল ২৩ হাজারের বেশি কর্মীর এন্ট্রি ভিসার অনুমোদনের জন্য যাদের ঘুষ দেওয়ার কথা রিমান্ডে বলেছিলেন, তাদের মধ্যে মাজেন আল-জারাহ একজন।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুল।

পূর্ববর্তি সংবাদআয়া সোফিয়া মসজিদে প্রত্যাবর্তন: পশ্চিমা সংস্থা-শাসকদের নিন্দা শুরু
পরবর্তি সংবাদবসনিয়ায় মুসলিম গণহত্যার ২৫ বছর: ‘যন্ত্রণাদায়ক স্মৃতি’ বলল ইউরোপীয় ইউনিয়ন