বরিশাল শের-ই বাংলা মেডিকেলের বিরুদ্ধে করোনা রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী ও স্বজনদের সাথে অহরহ দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে কর্তব্যরতদের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সুশীল সমাজ। চট্টগ্রাম নগরীর কাউনিয়া এলাকার শাকিল আর নাজির মহল্লার শাহিন। আক্রান্ত হয়ে প্রথমজন ১৩ দিন আর দ্বিতীয়জন ৫ দিন ছিলেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে।

চিকিৎসাকালে দু’জনই চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা চাইতে গিয়ে ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয়দের দুর্ব্যবহারের শিকার হয়েছেন। টাকা না দিলে অক্সিজেন দেন না ওয়ার্ডবয়রা। নার্স এবং ওয়ার্ডবয়দের বিরুদ্ধে এমন অভিযোগই বেশি। ভুক্তভোগী নারী তাসনিম রহমান বলেন, ‘চোখের সামনে অক্সিজেনের অভাবে আমার স্বামী ছটফট করছিল।

পূর্ববর্তি সংবাদপবিত্র হিজাজের চরম অবমাননা, মদীনাতে পশ্চিমা অশ্লীল মডেলিং ফটোশুটের সরকারি অনুমোদন
পরবর্তি সংবাদআসরের পর কি তাওয়াফের নামাজ আদায় করা যাবে?