করোনায় মারা গেলেন জাপা নেতা খালেদ আখতার

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় পার্টির (জাপা) নেতা মেজর (অব.) খালেদ আখতার। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের ভাতিজা।

শনিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।

জাতীয় পার্টির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এমএ রাজ্জাক খান জানান, খালেদ আখতার মাসখানেক আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

খালেদ আখতার এইচএম এরশাদের সম্পত্তি দেখভালে গঠিত ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। সম্পর্কে তিনি এরশাদের ভাতিজা ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়া অবস্থায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন খালেদ। ১৯৮৬ সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।

এরশাদের ফুপাতো ভাই সাফায়েত হোসেনের ছেলে খালেদ প্রথমে দলীয় চেয়ারম্যানের একান্ত সচিব ছিলেন। পরে দলের কোষাধ্যক্ষ ও সভাপতিমণ্ডলীর সদস্য হন।

অবশ্য জাতীয় পার্টির নবম কাউন্সিলে তাকে কোনো পদে রাখা হয়নি। যদিও এরশাদের স্ত্রী ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের পাল্টা কমিটিতে খালেদ আখতারের নাম ছিল।

পূর্ববর্তি সংবাদইরাকে করোনায় মৃতদের পাশে রাত কাটছে বাংলাদেশিদের!
পরবর্তি সংবাদবিপদসীমার ২৮ সেমি উপরে তিস্তার পানি, ফের বন্যা আশঙ্কায় নদী পাড়ের মানুষ