ইসরাইলের পশ্চিমতীর দখলের ব্যাপারে উদ্বেগ জানিয়েছে রাশিয়া

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের দখল প্রক্রিয়ার ব্যাপারে এবার উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইসরাইলের সম্ভাব্য এ পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম তীরের একাংশকে অধিকৃত ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নিলে মধ্যপ্রাচ্যে সহিংসতা বহুগুণে বেড়ে যাবে।

এর ফলে শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিন সংকট সমাধানের আশাও ধুলিস্যাত হয়ে যাবে বলে তিনি সতর্কবাণী উচ্চারণ করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত যে শতাব্দির সেরা চুক্তির ভিত্তিতে ইসরাইল জর্দান নদীর পশ্চিম তীরের একাংশকে একীভূত করতে চায় মস্কো সে পরিকল্পনা মানে না।

 আরো পড়ুন: ছবিতে দেখুন, গাজায় স্বাস্থ্যবিধি মেনে কীভাবে চলছে হেফজখানা

পূর্ববর্তি সংবাদমোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে কোরবানির পশু ঢুকতে না দেওয়ার ‘হঠকারী’ সিদ্ধান্ত!
পরবর্তি সংবাদআনন্দবাজারের ‘ভিত্তিহীন’ প্রতিবেদনে কড়া প্রতিবাদ বিজিবির পক্ষ থেকে