আওয়ামী লীগ গণতন্ত্রকে সহ্য করতে পারে না: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগ গণতন্ত্রকে সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের নিজস্ব একটা স্টাইল আছে, সেটি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রকে সহ্য না করা। তাদের ঐতিহ্য হচ্ছে ছলেবলে কৌশলে ক্ষমতায় এসে গণতন্ত্রের আলোকে কেড়ে নিয়ে নিজেদের দলীয় শাসনকে রাষ্ট্রশক্তি দিয়ে প্রতিষ্ঠা করা। এখানে ভিন্ন দল ও মতের অস্তিত্বকে তারা কোনো ক্রমেই মেনে নিতে পারে না। তারা মনে করে আওয়ামী লীগ ও রাষ্ট্র অভিন্ন একটি সত্ত্বা। তাদের বিরুদ্ধে সমালোচনা করলেই তারা মনে করে দেশের বিরুদ্ধে সমালোচনা করা।

ক্ষমতাসীন দলের সমালোচনা করে তিনি আরো বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন, মত প্রকাশের স্বাধীনতা আর আওয়ামী লীগ একসঙ্গে চলতে পারে না। মুঢ় অহমিকা ও মিথ্যা প্রচারে এরা আক্রান্ত। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের কাছে নানা ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করে তারা।

পূর্ববর্তি সংবাদবসনিয়া গণহত্যার পঁচিশ বছর: মুসলিম নিধনের বিভীষিকাময় ট্র্যাজেডি
পরবর্তি সংবাদব্যবস্থাপকসহ ‘রিজেন্টে’র ৭ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর