রাজধানীর বেশকিছু এলাকায় মঙ্গলবার ৬ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ডিইই) প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেনানিবাসের আবাসিক এলাকা, মহাখালী ডিওএইচএস, বনানীর শহীদ তাজউদ্দীন আহমদ সরণির উভয় পাশে, পূর্ব নাখালপাড়া ও বনানী এলাকার সব আবাসিক, বাণিজ্যিক, শিল্প গ্রাহক এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানায়, বনানী রেলওয়ে স্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তরিত হবে এবং ডিইই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের সংযোগের সাথে যুক্ত করে দেয়া হবে।

ইউএনবি

পূর্ববর্তি সংবাদকুরবানী নিয়ে অপপ্রচার: জবাবে যা বলছেন ইসলামী চিন্তাবিদরা
পরবর্তি সংবাদহাসপাতালের অব্যবস্থাপনা, জরুরী বিভাগের বাইরে পড়ে ছিল করোনা রোগীর লাশ