বিনামূল্যে ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষাণা দিল সৌদি

ইসলাম টাইমস ডেস্ক: বিনামূল্যে ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষাণা দিয়েছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যারা দেশ থেকে চূড়ান্ত বর্হিগমণ বা ফাইনাল এক্সিট হবেন তাদের ভিসার মেয়াদ বাড়াতে কোনো অর্থ খরচ করতে হবে না।

এ ছাড়া সৌদি সরকারের পক্ষ থেকে আবাসিক ভিসা, ভ্রমণ ভিসা এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের জন্য তিন মাস ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এ সময় ভিসার মেয়াদ বাড়াতে কোনো রকম অর্থ খরচ করতে হবে না।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের ভেতরে যারা ভ্রমণ ভিসায় এসে আটকা পড়েছেন তাদের তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়ে দেয়া হবে কোনো রকম অর্থ ছাড়াই। এ ছাড়া যারা করোনার কারণে দেশে বা দেশের বাইরে আছেন তাদের এক্সিট ও এন্ট্রি ভিসারও মেয়াদ বাড়ানো হবে।

পূর্ববর্তি সংবাদইসরাইলের পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনায় ট্রাম্পেরও অমত
পরবর্তি সংবাদকরোনা পরিস্থিতির কারণে এবার জুলাই মাসে হচ্ছে না ডিসি সম্মেলন