৩ টি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানালেন ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার সংক্রমণ রোধ, বন্যাকবলিত ১২ জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভিড় এড়ানো সরকারের সামনে এখন এই তিনটি কঠিন চ্যালেঞ্জ। সরকারকে এই তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।

রোববার জাতীয় সংসদ ভবন এলাকায় মন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের মানুষের অবাধ চলাচল ও ভিড় সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিল। তাই আসন্ন ঈদুল আজহায় এ সমাগম ও ভিড় এড়ানোয় যে কোনো মূল্যে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সবাইকে সচেতন ও সাবধান হয়ে আসন্ন ঈদে যাতে সংক্রমণ না বাড়ে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে নিজেদের বেঁচে থাকার স্বার্থেই।

বিএনপির নেতাকর্মীদের আটকে রেখে সরকার কারাগারগুলো ভরে রেখেছে– দলটির মহাসচিবের এমন বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব অভিযোগ করছেন সরকার নাকি দেশের কারাগারগুলো ভর্তি করে ফেলছে বিএনপির নেতাকর্মীদের দিয়ে। আমরা বলতে চাই– বিএনপির শীর্ষ নেতারা, তাদের ৫৯২ সদস্যের কেন্দ্রীয় কমিটির কোন নেতা এখন জেলে আছেন?

পূর্ববর্তি সংবাদঅতিরিক্ত বিল জুন মাসের সঙ্গে সমন্বয় করা হবে: বিদ্যুৎ সচিব
পরবর্তি সংবাদঝিনাইদহে ১৪ কার্টন নিষিদ্ধ ওষুধ জব্দ