সারাদেশে অধস্তন আদালতে ৪৯৬০ আসামির জামিন মঞ্জুর

ইসলাম টাইমস ডেস্ক: সারাদেশে অধস্তন আদালতের ভার্চুয়াল শুনানিতে গত পাঁচ কার্যদিবসে ১০,৮৬৬টি মামলার জামিন আবেদন নিষ্পত্তি হয়েছে। গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভার্চুয়াল আদালতে মোট ৪,৯৬০ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত ১১ মে থেকে ২ জুলাই পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে (শিশু আদালতসহ) মোট ৯৫,৫২৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৪৯,৭৫০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

এসময়ে ভার্চুয়াল শুনানিতে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৬০৮টি। এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় ৫৮৩টি শিশুকে অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। ইউএনবি

পূর্ববর্তি সংবাদফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স
পরবর্তি সংবাদদুর্বল হয়েছে করোনা, বদলেছে রূপ