রোগীর স্বজন ও সাংবাদিকদের মারধর করা সেই দুই আনসার প্রত্যাহার

ইসলাম টাইমস ডেস্ক: রোগীর স্বজন ও সাংবাদিকদের মারধর করার সঙ্গে জড়িত থাকা দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের প্রত্যাহার করে জোন কমান্ডারের অফিসে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) আনসার বাহিনীর উপপরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আনসার সদস্য দুজনকে প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাদের জোন কমান্ডারের অফিসে সংযুক্ত করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে তদন্ত হবে। পরবর্তীতে তদন্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই আনসার কর্মকর্তা বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা আনসার সদস্যরা রোগী ও স্বজনদের জানিয়েছিল। তখন উভয়ের উত্যক্ত বাক্যবিনিময়ের পর এই ঘটনাটি ঘটে। যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। যা ঘটেছে সেটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শুক্রবার সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের সামনে ক্যান্সার আক্রান্ত এক মা তার ছেলে শাওনকে নিয়ে কোভিড-১৯ পরীক্ষা করাতে আসেন। ৪০ জনের নমুনা নেওয়ার কথা থাকলেও ৩৪ জনের নমুনা নেওয়ার পর আর টিকিট না দিয়ে সেদিনের কাজ আনসারের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এনিয়ে আনসারদের সঙ্গে শাওনের উত্যক্ত বাক্যবিনিময় হয়। সেই ছবি সাংবাদিকরা তুলতে গেলে তাদেরও ওপরও আনসার সদস্যরা চড়াও হয়। এরপর শাওনকে টেনে হেঁচড়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। তাকে মারধর করে।

পূর্ববর্তি সংবাদভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে বরখাস্ত চার কর্মকর্তা, শোকজ ৩৬
পরবর্তি সংবাদহিত্তিন যুদ্ধ: ইসলামি ইতিহাসের গৌরবোজ্জল পদরেখা