বেশিরভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হবে না: অক্সফোর্ড গবেষক

ইসলাম টাইমস ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক সুনেত্রা গুপ্ত বলেছেন, করোনার টিকা আবিস্কার হলেও বেশিরভাগ মানুষেরই এটি নেওয়ার প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (২ জুলাই) হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনেত্রা বলেন, অধিকাংশ মানুষের জন্য এই ভাইরাস দুশ্চিন্তার কারণ নয়।

বিশ্বজুড়ে এই মুহূর্তে শতাধিক করোনা প্রতিষেধক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরমধ্যে অন্তত ১২টি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে।

অধ্যাপক গুপ্ত জানান, যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, কেবল তাদের ক্ষেত্রেই প্রতিষেধক করোনায় স্বাস্থ্যহানির ঝুঁকি কমানোর পক্ষে সহায়ক হতে পারে। তিনি বলেন, “তবে অধিকাংশ মানুষেরই ক্ষেত্রেই এই ভাইরাস নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।”

সুনেত্রা মনে করিয়ে দেন, ইনফ্লুয়েঞ্জার চেয়েও এক্ষেত্রে মৃত্যুর হার কম। তাই প্রতিষেধক এসে গেলে খুব সহজেই করোনা মোকাবিলা করা সম্ভব হবে। তার মতে, লকডাউন জারি করে করোনা সংক্রমণ অনেকটাই ঠেকানো সম্ভব হয়েছে। তবে লকডাউন কখনোই করোনা সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না।

পূর্ববর্তি সংবাদআলেমদের নির্দেশনা মেনে পাকিস্তানে বন্ধ থাকছে সরকারি খরচে মন্দির নির্মাণ
পরবর্তি সংবাদকুরবানীর পশুর হাট প্রসঙ্গে ড. আবদুল্লাহ: ধর্মীয় বিধান ও জীবন দুটোই রক্ষা করতে হবে