পাকিস্তানে বাস-ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯, আহত আরো ৮ জন

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানে বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর ডেইলি জং-এর।

ডেইলি জং-এর খবরে বলা হয়েছে, আজ শুক্রবার দুপুরে  একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

ডেইলি জং-এ খবরে জানা যায়, নানকানা সাহেব থেকে ২৫ থেকে ৩০ জন শিখ যাত্রীদের নিয়ে ফিরছিল বাসটি। এ সময় শাহ হুসেন এক্সপ্রেস ট্রেনটি ফয়সারবাদ থেকে লাহোর যাচ্ছিল। পাঞ্জাবের শেখপুরার ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। কোনও বাধা না থাকায় বাসটি রেলওয়ে ক্রসিং পেরিয়ে আসছিল। ক্রসিংয়ের কাছে ট্রেনটি বাসে ধাক্কা মারে। এতে ১৯ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরো আটজন।

এদিকে, এই ঘটনার খোঁজ নিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এবং রেলমন্ত্রী শেখ রশিদ। রেল মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, এই ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। গাফিলতির অভিযোগে ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া আহতদের চিকিৎসার সব দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তি সংবাদকাল থেকে লকডাউন ওয়ারী, জীবিকার তাগিদে এলাকা ছেড়েছেন অনেকে
পরবর্তি সংবাদবন্ধ হলো রাজশাহীর সরকারি পাটকল, বেকার আড়াই হাজার কর্মী