করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরের হাইমচরে ১০ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ডাক্তার ওষুধের পরীক্ষা করছেন

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে ১০ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলে মারা গেছেন। জেলার হাইমচরে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান মা এবং তার আগে সকাল সাড়ে ৮ টায় মারা যান ছেলে। তারা হচ্ছেন, হাইমচরের উত্তর আলগী গ্রামের বৃদ্ধা সুফিয়া বেগম (৬৫) এবং তার ছেলে মফিজুর রহমান মিয়াজী।

হাইমচর আলগী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল জানান, বসুন্ধরা এলপি গ্যাসের স্থানীয় পরিবেশক ছিলেন, মফিজুর রহমান মিয়াজী (৪৫)। গত কয়েকদিন ধরে সর্দিজ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন মফিজুর রহমান মিয়াজী। এরমধ্যে তার নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার মধ্যেই মারা যান তিনি। সন্ধ্যায় একই উপসর্গ নিয়ে মারা যান তার মা সুফিয়া বেগম।

এদিকে, তাদের দুজনকেই স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন। অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চাঁদপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭১ জনে। এরমধ্যে মারা গেছেন ৬০ জন। আর উপসর্গ নিয়ে মারা যান আরও ৮৫ জন।

পূর্ববর্তি সংবাদএবার সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
পরবর্তি সংবাদপঞ্চগড়ে প্রেমিকের সহযোগিতায় স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী