ইসলামাবাদে মন্দির নির্মাণে ইমরান সরকারের অনুদান, যা বললেন আল্লামা তাকি উসমানি

ইসলাম টাইমস ডেস্ক: পার্শ্ববর্তী দেশে ঐতিহাসিক মসজিদকে মন্দিরে পরিণত করা হলেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে  মন্দির নির্মাণের অনুমতি দিয়েছে পাক সরকার। শুধু তাই নয়, মন্দির নির্মাণের খরচ সরকার বহন করবে বলেও জানিয়েছে বিবিসি উর্দূ।

জানা যায়, ইসলামাবাদের এইচ-৯ এলাকার ২০ হাজার বর্গফুট এলাকাজুড়ে মন্দিরটি নির্মিত হচ্ছে। প্রাথমিকভাবে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা।

এদিকে পাক সরকারের মন্দির নির্মাণ সহায়তার সিদ্ধান্তে মর্মাহত হয়েছে পাকিস্তানের মুসলিম জনসাধারণ।

পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানি সরকারি এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে এক টুইটে লেখেন,   ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের এই অধিকার আছে যে, যেখানে তাদের বসবাস থাকবে সেখানে তারা নিজেদের উপসনালয় বহাল রাখবে। পাকিস্তানের মত রাষ্ট্র যা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে তারা নতুন উপসনালয়ও তৈরি করার অধিকার রাখে। কিন্তু সরকারের জন্য এটি বৈধ নয় যে রাষ্ট্রীয় খরচে মন্দির নির্মাণ করে দিবে।

সরকার এমন একটি সংকটময় মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত নিল এর উপর আক্ষেপ প্রকাশ করে আল্লামা তাকি উসমানি বলেন, এ ধরনের সিদ্ধান্তে দেশে বিশৃংখলা সৃষ্টি হওয়া ছাড়া কোন ফায়দা নেই।

পূর্ববর্তি সংবাদএবার মাস্ক পরতে রাজি ডোনাল্ড ট্রাম্প
পরবর্তি সংবাদকরোনা ভাইরাস: দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী