৪ জুলাই থেকে ২১ দিনের জন্য লকডাউন হচ্ছে ওয়ারী

ইসলাম টাইমস ডেস্ক: আগামী শনিবার (৪ জুলাই) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকা ২১ দিনের জন্য লকযাউন করা হবে।

আজ বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি জানান, এখানে সার্বিকভাবে সবকিছুই বন্ধ থাকবে, শুধু ওষুধের দোকান খোলা থাকবে। দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ই-কমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে সরবরাহের ব্যবস্থা করা হবে। ২৫ জুলাই পর্যন্ত ২১ দিন লকডাউন বাস্তবায়ন করবো।

মেয়র বলেন, যাতায়াত সুবিধার জন্য ওয়ারী এলাকার দুটি পথ খোলা থাকবে। বাকি পথগুলো বন্ধ করে দেওয়া হবে। সেখানে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে। নমুনা সংগ্রহ করার জন্য বুথ থাকবে এবং সিটি করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে আক্রান্তদের জন্য আইসোলেশন কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, ওয়ারী এলাকায় সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে।

পূর্ববর্তি সংবাদঅভিযান সমাপ্তি ঘোষণার পর বুড়িগঙ্গায় ভেসে উঠল আরও এক লাশ
পরবর্তি সংবাদ৭৩ কোটি টাকায় বিক্রি হলো কুরআন মাজীদের ৫ শত বছরের পুরোনো পাণ্ডুলিপি