বগুড়ায় ঘুড়ি ওড়ানো নিয়ে কিশোরকে গলা কেটে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক:  বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঘুড়ি ওড়ানোর সময় নাটাইয়ের সুতা না দেওয়াকে কেন্দ্র করে এক কিশোরের বিরুদ্ধে অপর কিশোরকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের পার আঁচলাই গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান এ ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
খুন হওয়া কিশোরের নাম হৃদয় (১৬)। সে পার আঁচলাই গ্রামের আজহার আলীর ছেলে।
আর অভিযোগ ওঠা কিশোরের বয়স ১৭ বছর। সে–ও একই গ্রামের বাসিন্দা।

ওসি এস এম বদিউজ্জামান  বলেন, হৃদয় ও হত্যার অভিযোগ ওঠা কিশোর দুজনের বাড়ি একই গ্রামে। আজ বিকেলে তারা বাড়ির পাশের মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। এ সময় ওই কিশোর ঘুড়ি ওড়ানোর জন্য হৃদয়ের কাছে নাটাইসহ সুতা চায়। দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই কিশোর তার সঙ্গে থাকা চাকু দিয়ে হৃদয়কে গলা কেটে জখম করে পালিয়ে যায়। পরে হৃদয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি জানান, ওই কিশোরকে আটকের চেষ্টা চলছে। হৃদয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

পূর্ববর্তি সংবাদঝিনাইদহে জমি নিয়ে বিরোধ: যুবককে পিটিয়ে হত্যা করল চাচাতো দুই ভাই
পরবর্তি সংবাদসাংবাদিক নান্নুকে হত্যার অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা