ডুবে যাওয়ার ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে মর্নিং বার্ড লঞ্চটি

ইসলাম টাইমস ডেস্ক: বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়ার ২৬ ঘণ্টা পর এয়ার লিফ্টিং ব্যাগ দিয়ে উদ্ধার করা হয়েছে মর্নিং বার্ড লঞ্চটি। গতকাল সোমবার সকাল ৯টার দিকে লঞ্চটি ডুবে যায়।

এদিকে, ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পৌঁছতে পারেনি ঘটনাস্থলে। গতকাল নারায়ণগঞ্জ থেকে আসার পথে পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুতে জাহাজটির ধাক্কা লাগে। এতে সেতুতে ফাটল দেখা দেয়। ঘটনার পর থেকে সেতুতে যানচলাচল বন্ধ রেখেছে কর্তপক্ষ।

সোমবার সকালে রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় ছোট আকারের লঞ্চ মর্নিং বার্ড।মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটে এসে নোঙর করতে যাচ্ছিল মর্নিং বার্ড। ময়ূর-২ লঞ্চটিও চাঁদপুর থেকে সদরঘাটে এসে যাত্রী নামিয়ে ভিন্ন স্থানে নোঙর করতে যাচ্ছিল।

পূর্ববর্তি সংবাদআরমান: মনে আছে কিশোরগঞ্জের সেই কিশোর শহীদের কথা?
পরবর্তি সংবাদঅন্যায়ের প্রতিবাদ থেকে ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: রিজভী