উদ্ধারে আসার পথে পোস্তগোলা ব্রীজে আটকে গেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়

ইসলাম টাইমস ডেস্ক: বুড়িগঙ্গায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি উদ্ধারে আসার পথে পোস্তগোলা ব্রীজে আটকে গেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তাই ম্যানুয়াল পদ্ধতিতে জাহাজটি উদ্ধারের কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা।

সোমবার (২৯ জুন) বিকালে বিআইডব্লিউটিএর কমোডর গোলাম সাদিক গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রত্যয় জাহাজটি উদ্ধারের জন্য আসার পথে পোস্তগোলা ব্রিজে আকে যায়। কারণ নদীতে পানি বেশি। তাই সে এপাশে আসতে পারেনি। তাই আমরা এখন ম্যানুয়াল পদ্ধতিতে লঞ্চটিকে ভাসিয়ে তোলার কাজ শুরু করছি। আমাদের ডুবুরিরা কাজ করছে। সব সেক্টরের কর্মীরা এখানে যৌথভাবে কাজ করছে। এতো দ্রুত আমরা সব করতে পেরেছি যা অকল্পনীয়।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৩০টি লাশ উদ্ধার হয়েছে। ডবুরীরা এখন ঘটনাস্থল থেকে দূরে গিয়ে খোঁজ করছে, কোথাও লাশ ভেসে যাচ্ছে কিনা।’

প্রসঙ্গত, বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা ‘মর্নিং বার্ড’ নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চে ৫০ যাত্রী ছিল জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল। দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে এখনও নিখোঁজ আছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য ও স্থানীয়রা।

পূর্ববর্তি সংবাদহাতিয়ায় নসিমনের ধাক্কায় মারা গেলেন মসজিদগামী মুসল্লী
পরবর্তি সংবাদহঠাৎ রাজধানীতে কাঁচা মরিচের দাম বেড়েছে আড়াই গুণ