ভাড়া নিয়ে তর্ক, যশোরে যাত্রীর ছুরিকাঘাতে ট্যাক্সিচালকের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: যশোরের বাঘারপাড়ায় ভাড়া নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে এক ট্যাক্সিচালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক বরকতকে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা।

রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে এই ঘটনায় নিহত হন ট্যাক্সিচালক রিপন হোসেন (৩০)। নিহত রিপন যশোরের বাঘারপাড়া পৌরসভার মহিরন এলাকার মনিরুল ইসলামের ছেলে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বরকতের নামে কোতোয়ালি থানায় আগেই একটি মামলা রয়েছে। সে যশোর শহরের মোল্যাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ট্যাক্সিস্ট্যান্ডের সামনে দুপুর ১টার দিকে বরকত ও তার স্ত্রী ভাড়া নিয়ে তর্ক করে রিপনের সঙ্গে। ওই সময় তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বরকত তার কাছে থাকা ছুরি দিয়ে রিপনের বুকে আঘাত করে। এই সময় রিপনকে বাঁচাতে গিয়ে আহত হন ওষুধ ব্যবসায়ী হিরু। পরে বেলা ২টার দিকে গুরুতর অবস্থায় রিপনকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. এনাম উদ্দিন জানান, ওই যুবককে হাসপাতালের আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গাদের সেবায় চালু করা হল ২টি আইসোলেশন সেন্টার
পরবর্তি সংবাদ৩ জুলাই থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ, বিকল্প পথ ব্যবহারের নির্দেশ