বান্দরবান সীমান্তে বিস্কুটের কার্টুন থেকে ৫০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় বিস্কুটের কার্টুন থেকে ৫০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা বলে বিজিবির ধারণা।

শনিবার উপজেলার ঘুমধুম ইউপির নওয়াপাড়া এলাকা থেকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সদস্যরা এ ইয়াবা উদ্ধার করেন।

বিজিবি-৩৪ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, ঘুমধুম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। বিজিবির সদস্যরা এ খবর পেয়ে নওয়াপাড়া নামক স্থানে ফাঁদ পাতে।

ইয়াবা পাচারকারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি বিস্কুটের কার্টুন ফেলে দৌড়ে পাহাড়ি জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত কার্টুনের ভেতর হতে পঞ্চাশ হাজার বার্মিজ ইয়াবা জব্দ করে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদদুই সপ্তাহের মধ্যে গত ২৪ ঘন্টায় দেশে করোনায় সবচেয়ে কম মৃত্যু
পরবর্তি সংবাদ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, না পেয়ে ৮ম শ্রেণির ছাত্রকে বালি চাপা দিয়ে হত্যা