৩০ বছরের পুরানো মসজিদ বিনা কারণে বন্ধ করে দিল এথেন্স

ইসলাম টাইমস ডেস্ক : গ্রীসের এথেন্স নগরীতে অনেক বছরের প্রাচীন একটি নামাজের স্থান  বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। গ্রীসের অ্যাসোসিয়েশন অফ মুসলিমের উদ্ধৃতি দয়ে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, আমরা খুবই দু;খের সাথে জানাচ্ছি যে, সরকারের পক্ষ থেকে আমাদেরকে একটি প্রাচীন মসজিদ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদেরকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগেরও সুযোগ দেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এথন্সের পেরেয়াসে অবস্থিত এ মসজিদে শুধু স্থানীয় মুসলিমরা নন, অনেক দর্শনার্থী ও পর্যটকরাও এসে থাকেন। বন্ধ করার পেছনে যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি সরকারের তরফ থেকে।

প্রাচীন এই নামাজের ঘরটি ১৯৮৯ থেকে পরিচালিত হয়ে আসছিল।

জানা যায়, গ্রীস সরকারের মসজিদকে জাদুঘরে পরিণত করার একটি  দুরভিসন্ধি রয়েছে। এথেন্সে দি ফাতেহ মসজিদ, যা ১৪৫৮ সনে নির্মিত হয়েছে, বর্তমানে একটি প্রদর্শনীগৃহ হিসাবে ব্যবহৃত হচ্ছে। নগরীর টিজদারাকি মসজিদটিও ব্যবহার হচ্ছে একটি সিরামিক জাদুঘর হিসাবে।

ডেইলি সাবাহ এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ইউরোপে এথেন্সই একমাত্র শহর যাতে আনুষ্ঠানিক কোনো মসজিদ নেই।

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস: বিশেষ ফ্লাইটে ফ্রান্সে পৌঁছলেন ২৪৭ প্রবাসী বাংলাদেশি
পরবর্তি সংবাদসোয়ারিঘাটের পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড