করোনা: যুক্তরাজ্যে তিন মাসে কর্মহীন হয়েছে লাখো বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের মহামারির কারণে বিগত একশ’ বছ‌রের ম‌ধ্যে যুক্তরাজ্যে কর্মহীনদের সংখ‌্যার নতুন রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। বেকারত্বের কবলে পড়েছে ব্রিটিশ বাংলাদেশিরাও। কমিউনিটি নেতারা বলছেন, গত তিন মাসে কর্মহীন হয়েছে লাখো বাংলাদেশি।

১৯৫৪ সালে যাত্রা শুরু হয়েছিল পার্সি বেঙ্গল বেকারির। করোনার সংক্রমণ শুরুর আগে এর ১৭ টি শাখার কার্যক্রম চলছিল। বাঙালিপাড়া পূর্ব লন্ডনে ৬৬ বছর ব্যবসা করার পর এ সপ্তাহে বেকারিটির সবগুলো শাখা বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রবীণ কমিউনিটি নেতা ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী জানান, ব্রিটে‌নে প্রায় এক লাখ বাংলা‌দেশি রেস্টু‌রে‌ন্টে কাজ ক‌রে জী‌বিকা নির্বাহ কর‌তেন। গত তিন মাস তারা কা‌জে যে‌তে পা‌রেননি। তিনি বলেন, গত তিন মা‌সে ব্রিটেনে প্রায় এক লাখ বাংলা‌দেশি  বেকার হ‌য়ে গে‌ছে। ত‌বে আগামী ৪ জুলাই সরকার সব‌কিছু খু‌লে দেবার সিদ্বান্ত নেওয়ায় কর্মহীন‌দের এক‌টি বড় অংশ কাজে ফির‌তে পারবে বলে মনে করছেন তিনি।

পূর্ববর্তি সংবাদব্যাপক ক্ষতির মুখে ইসলামি প্রকাশনী এবং কিতাব ব্যবসায়ীরা
পরবর্তি সংবাদ‘ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’