এবার লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: আবারো বেড়েছে সীমান্ত হত্যা। প্রায় প্রতিদিনই দেশের কোনো সীসান্ত ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ আজ সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে খুন হয়েছেন এক বাংলাদেশি।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত।

নিহতের পরিবার, রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ন ও পাটগ্রাম পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড় ৪ টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে মিজানুর গুলিবিদ্ধ হয়। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কালীপ্রসাদ সরকার বলেন, বৃহস্পতিবার ভোর  রাত ৫ টা ২০ মিনিটে আল জাহিদসহ কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ মিজানুরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। খবর পেয়ে দ্রুত গিয়ে দেখি হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মিজানুর রহমানের মাথার পেছনে গুলি ঢুকে ভেতরেই আছে। এটাকে অক্সিটাল রিজিওন বলে। গুলি ঢুকেছে হয়েছে কিন্তু বের হয়নি। অর্থাৎ দূর থেকে গুলি করার কারণে সেটি বের হয়ে যায়নি। এতে প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

পাটগ্রাম থানার ওসি বলেন, ‘আমরা লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। এরপর আইনগত ব্যবস্থা নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’

পূর্ববর্তি সংবাদতাদের ‘খয়রাতি’ আচরণ পুরোনো, এবার কি শুধরাবে!
পরবর্তি সংবাদভুল রাজনীতির জন্য বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে: ওবায়দুল কাদের