ফতুল্লায় দুই নৈশপ্রহরীর মাথা থেঁতলানো লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: ফতুল্লার শাসনগাঁও বিসিক শিল্পনগরী থেকে মাথা থেঁতলানো দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে বিসিকের ২নং সড়কের ৫নং গলির লতিফ নিটিংয়ের সামনে থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন– লতিফ ডাইংয়ের সিকিউরিটি গার্ড আশরাফুল (৭০) ও লাল চাঁন (৩৮)।

নিহত আশরাফুলের ছেলে আমিনুলের দাবি, তার বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তবে তার ধারণা– কেউ হয়তো পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে রেখে গাড়ি দিয়ে চাপা দিয়েছে।

কারণ তিনি একটি প্রতিষ্ঠানের নৈশপ্রহরী হয়ে সড়কের পাশে ঘুমাতে পারে না। আশরাফুলের ছেলে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

নিহত লাল চাঁনের বড়ভাই লাল মোহনের দাবি, তার ভাই নৈশপ্রহরী। তিনি প্রতিষ্ঠানের ভেতরে থাকার কথা, বাইরে নয়। ঘটনাটি রহস্যজনক। তিনি এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ফতুল্লা মডেল থানার ওসি (করোনাভাইরাসে আক্রান্ত) আসলাম হোসেন মোবাইল ফোনে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করেছে। এতে প্রাথমিকভাবে আমাদের ধারণা, তারা গাড়িচাপায় নিহত হয়েছেন।

তবে ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুলিশও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

পূর্ববর্তি সংবাদহজের জন্য নিবন্ধনকারীরা ইচ্ছে করলে টাকা তুলে নিতে পারবেন: সচিব
পরবর্তি সংবাদমুন্সীগঞ্জে প্রতিবেশীর লাঠির আঘাতে ছাত্রলীগ নেতার মাথায় ১১ সেলাই