মেহেরপুরে ১২শ’ জনের ত্রাণের তালিকায় চেয়ারম্যান থেকে জোর করে স্বাক্ষর নিল আ লীগ নেতা

ইসলাম টাইমস ডেস্ক: মেহেরপুরে ১২শ’ জনের ত্রাণের তালিকায় চেয়ারম্যান থেকে জোর করে স্বাক্ষর নিল আওয়ামী লীগ নেতা।

গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহাতুল্লাকে তুলে নিয়ে ১২শ জনের ত্রাণের তালিকায় জোর করে স্বাক্ষর করিয়ে নিয়েছে ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ স্বপন।

এ ঘটনায় স্বপনসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।  বুধবার বিকালে ইউপি চেয়ারম্যান রাহাতুল্লাহ গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কাজিপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ স্বপনের নেতৃত্বে বেতবাড়িয়ার, রাজু, জাহিদুল ইসলাম, বাবু, রিপন, আনারুল ইসলাম, জিন্নাহ, সজিব হোসেনসহ বেশ কয়েকজন সহযোগী ইউপি চেয়ারম্যান রাহাতুল্লাহকে তার বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তুলে নিয়ে আসে। এরপর তাকে ভয় দেখিয়ে ১২শ’ জনের তালিকার সরকারী প্যাডে স্বাক্ষর করিয়ে নেয়।

কাজিপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও ইউপি সদস্য মো: খবির উদ্দীন জানান, এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে প্রয়োজনে উপজেলা পরিষদে অবস্থানসহ মানববন্ধন করা হবে।

পূর্ববর্তি সংবাদকরোনায় ঈদুল আযহা: রাজধানীতে ২৪ স্থানে বসবে কোরবানির পশুর হাট
পরবর্তি সংবাদসমুদ্রে মাছ শিকার বন্ধ: জেলে পল্লীতে হাহাকার