মুহাম্মদ হাদীদের আশা কি পূরণ হবে

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনী বংশোদ্ভূত আমেরিকার একজন বিখ্যাত ব্যবসায়ী মুহাম্মদ হাদীদ। সম্প্রতি তিনি তার ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে  ফিলিস্তিনে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। ১৯৪৮ সালে ফিলিস্তিনের সাফাদ এলাকা থেকে আভিবাসী ইহুদিদের দ্বারা তারা বিতাড়িত হন।

ছবির নীচে হাদীদ লিখেছেন, যখন আমরা তিউনিশিয়ায়, তখন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা, কেন তোমরা  শরণার্থী ভর্তি নৌকা থেকে ইহুদি পরিরবারকে নিয়ে এসেছিলে?

আমার বাবাকে আমাকে যে জবাব দিয়েছেন তা আমি জীবনেও ভুলতে পারব না। বলেন হাদীদ।

আমার বাবা বলেছিলেন, হতাভাগা ইহুদি জাতির প্রতি তার করুণা হয়। তাদের জীবন তার কাছে অনেক গুরুত্ব রাখে।

আমার বাবা ১৯৪৬সালে একথা বলেছিলেন। ১৯৪৬ সালে আমার বাবার অন্যান্য বন্ধুরাও ইহুদিদেরকে মেহমান হিসাবে বরণ করেছিলেন। নিজেদের ঘরে জায়গা করে দিয়েছিলেন।

কিন্তু ভাগ্যের কি খেলা, বছর না যেতেই ১৯৪৮ সালে আমরা হয়ে গেলাম শরণার্থী। যোগ করেন মুহাম্মদ হাদীদ।

তখন ইহুদিদের জীবন আমাদের কাছে গরুত্বপূর্ণ ছিল। আশা করি, এমন একদিন আসবে, যেদিন ফিলিস্তিনীদের জীবনও ইহুদিদের কাছে গরুত্বপূর্ণ হবে।

মুহাম্মদ হাদীদ ফিলিস্তিনী ঐতিহ্য, পরিচিতি নিয়ে গৌরব করা আমেরিকার একজন খ্যাতনামা লোক। কিন্তু  প্রশ্ন হল, মুহাম্মদ হাদীদের এ আশা কি কখনো পূরণ হবে?

পূর্ববর্তি সংবাদবিভ্রান্তির অবসান: বসুন্ধরায় আজ রাত থেকেই লকডাউন না হওয়ার ঘোষণা
পরবর্তি সংবাদসংখ্যালঘু নেতা রানা দাশগুপ্ত করোনায় আক্রান্ত