বিশ্বজুড়ে কমেছে মৃত্যু, সে তুলনায় বেড়েছে সুস্থতা

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বজুড়ে কিছুটা কমেছে নভেল করোনাভাইরাসে(কভিড-১৯) মৃত্যু। সে তুলনায় বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩ হাজারের বেশি মানুষ। নতুন শনাক্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার। বিশ্বে মোট মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজার। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ৩ হাজারের বেশি মানুষ।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, সেখানে মারা গেছে ৫৯৮ জন। একদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে নতুন করে ১৯ হাজার ৮৩০ জন নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার। দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ১৭ হাজারের বেশি।

এদিকে ক্রমেই করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে ভারতে। রোববার ৩২১ জনের মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৯ হাজার। একদিনে ১১ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস।

এছাড়াও মেক্সিকোতে ৪২৪, চিলিতে ২২২, পেরুতে ১৯০ ও রাশিয়ায় ১১৯ জনের প্রাণ গেছে।

২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৭১ জনে। নতুন করে আরো তিন হাজার ১৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৮৭ হাজার ৫২০ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েলেন ১৮ হাজার ৭৩০ জন। করোনা

পূর্ববর্তি সংবাদচিকিৎসা শেষে সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরছেন আল্লামা শাহ আহমদ শফী
পরবর্তি সংবাদকরোনা চিকিৎসায় ডা. জাফরুল্লাহর সহজ ও সুলভ পরামর্শ