পোরশায় বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। তার নাম নির্মল তুড়ি (৩৫)। সোমবার ভোরে উপজেলার নিতপুর সীমান্তের ২২৭ মেইন পিলারে ভারতের অভ্যন্তরে নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভারতের ১৫৯ আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাতে বেশ কিছু ব্যবসায়ী গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ভোরে গরু নিয়ে আসার পথে আগ্রাবাদ ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের উপর গুলি ছোঁড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে ভারতের অভ্যন্তরে নির্মল তুড়ি মারা যান।

এ বিষয়ে ১৬ বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল আরিফুল ইসলাম সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

পূর্ববর্তি সংবাদ৯০ হাজার ছাড়াল শনাক্ত, মোট মৃত্যু ১ হাজার ২০৯ জনের
পরবর্তি সংবাদ৬ই আগষ্ট পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি