করোনা ভাইরাস: ফ্রান্সে তুলে নেওয়া হল সকল বিধিনিষেধ

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো করোনা ভাইরাসের কারণে দেশটিতে আরোপিত বিভিন্ন ধরণের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিবিসির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে দেশটিতে ক্যাফে ও রেস্টুরেন্ট খুলছে এবং ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে। সেইসঙ্গে লোকেরা হোমে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবে বলেও খবরে বলা হয়েছে।

এক টেলিভিশন বক্তৃতায় ম্যাক্রো বলেন, ফ্রান্স ‘প্রথম বিজয়’ অর্জন করেছে। তবে ভাইরাস পুনরায় আসতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

সেইসঙ্গে তিনি জানান, আগামী ২২ জুন থেকে স্কুল খুলতে পারে, তবে হাইস্কুল খুলছে না।

ইউরোপে করোনায় বিপর্যস্ত দেশের মধ্যে ফ্রান্স অন্যতম একটি। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১০ জনের। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৪ হাজার ১৫৩ জন। সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৭৩ হাজার।

এই মাসের শুরুর দিক থেকে দেশটির বিভিন্ন অংশে সামাজিক দূরত্ব মেনে রেস্টুরেন্ট, হোটেল এবং ক্যাফে খুলে দেওয়ার অনুমতি দেয়া হয়।

ম্যাক্রো নিশ্চিত করেছেন, সোমবার থেকে প্যারিসেও এসব খুলছে। দেশটিতে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা প্যারিসে। বিবিসি।

পূর্ববর্তি সংবাদশিক্ষার্থীদের উদ্দেশ্যে ইমাম বুরহান উদ্দীন যারনুজীর কয়েকটি কথা
পরবর্তি সংবাদজনপ্রিয়তার শীর্ষে ওঠার পরও ‘সেলেব্রেটিরা’ কেন আত্মহত্যা করে