আবারও ফিরছে অঘোষিত লকডাউন

ইসলাম টাইমস ডেস্ক: আবারও ফিরে আসছে অঘোষিত লকডাউন। রাজধানীসহ সারা দেশের ৬৭টি রেড ও ইয়োলো জোনে কাল থেকে কার্যকর হচ্ছে সাধারণ ছুটি। জরুরি সেবায় নিয়োজিতরা এই নিষেধাজ্ঞা ও সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন।

সাধারণ ছুটি বাতিলের পর সংক্রমণ বেড়ে যাওয়ায়, আক্রান্তের মাত্রাভেদে জোনভিত্তিক লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নেয় সরকার।

যা সাধারণ ছুটি নামে কার্যকর হচ্ছে মঙ্গলবার থেকে। রাজধানীসহ সারা দেশে রেড ও ইয়োলো জোনে এই ছুটি ঘোষণা করা হয়েছে ৩০ জুন পর্যন্ত।

সোমবার দুপুরে (১৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি সেবায় নিয়োজিতরা এই নিষেধাজ্ঞা ও সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন। খোলা থাকবে মুদি দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকান। বন্ধ থাকবে রেস্টুরেন্ট। গ্রিন জোনে সীমিত পরিসরে সবকিছুই খোলা রাখা যাবে।

এদিকে জীবিকার সন্ধানে যাদের ছুটে চলা প্রতিনিয়ত তাদের শঙ্কার কারণ অঘোষিত এই লকডাউন।

সিটি কর্পোরেশনের রেড ও ইয়েলো জোনে লকডাউনের জন্য সুনির্দিষ্ট ম্যাপিংয়ের কথা জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

পরীক্ষামূলক লকডাউন করা এলাকার রূপরেখার আলোকে সামনের দিনগুলোতে কাজ করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীও।

ঢাকায় ৪৫টিসহ সারা দেশের ৬৭টি রেড জোন চিহ্নিত করেছে করোনা সুরক্ষায় জাতীয় কারিগরি কমিটি।

বর্তমান করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। তবে এইচএসসি পরীক্ষার ব্যাপারে, কোনো নির্দেশনা এখন পর্যন্ত জানানো হয়নি।

পূর্ববর্তি সংবাদটাকা দিলেই মিলছে করোনার নেগেটিভ কিংবা পজিটিভের ভুয়া সনদ!
পরবর্তি সংবাদনরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ দুই ডাকাত গ্রেফতার