অক্সিজেন সিলিন্ডারের মূল্য নির্ধারণের নির্দেশ হাইকোর্টের

ইসলাম টাইমস ডেস্ক: করোনা রোগীদের জন্য বেসরকারি হাসপাতালের আইসিইউ ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখতে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং কোনো অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে কিনা, সেটি ৩০ জুনের মধ্যে জানানোরও নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) সাধারণ রোগীদের চিকিৎসা সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এসময় অক্সিজেন সিলিন্ডারের মূল্য নির্ধারণের নির্দেশনাও দেয়া হয়েছে।

করোনাকালীন হাসপাতাল বা ক্লিনিকে আসা সাধারণ রোগীদের চিকিৎসা দিতে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো হাসপাতালে চিকিৎসা ছাড়া হয়ে কেউ মারা গেলে তা হবে ফৌজদারি অপরাধ।

এছাড়া আইসিইউ মনিটরিং এর জন্য হটলাইন চালু। সেইসঙ্গে শয্যা ব্যবস্থাপনার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের নির্দেশ দেয় হয়েছে।

পূর্ববর্তি সংবাদইসলামের দৃষ্টিতে ঘৃণিত বর্ণবাদ ও শ্রেণিবিভাজন: চিন্তাবিদ আলেমরা যা বললেন
পরবর্তি সংবাদরেড জোন হিসেবে সাধারণ ছুটির আওতায় ঢাকার যেসব এলাকা