গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩৭ জনের ২০ জনই ঢাকার

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে (কভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ২০ জন রয়েছেন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ১ হাজার ৪৯ জন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মৃতদের পরিসংখ্যান প্রকাশ করে ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন রয়েছেন। এছাড়া মৃতদের তালিকায় চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগে চারজন, সিলেট বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন, রংপুর বিভাগে একজন রয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাসায় মারা গেছেন নয়জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩০ পুরুষ ও নারী সাতজন রয়েছেন।

পূর্ববর্তি সংবাদকাল সকালে বাজেট নিয়ে আ.লীগের প্রতিক্রিয়া জানাবেন ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদদেশে করোনায় আক্রান্ত ২০০ মেডিকেল টেকনোলজিস্ট