মসজিদ ছাড়া অন্যস্থানে জামাতে নামাযের জন্য কি আযান দেওয়া জরুরী?

প্রশ্ন: আমাদের অফিসে নামাযের জন্য ভিন্ন জায়গা আছে। নির্দিষ্ট সময়ে সেখানে জামাত হয়। কিন্তু আযান দেওয়া হয় না। বরং শুধু ইকামত দিয়ে নামায শুরু করা হয়। আমার প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে মহল্লার আযান কি আমাদের জন্য যথেষ্ট হবে? নাকি পৃথকভাবে আযান দেওয়া লাগবে?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে মহল্লার আযান আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে যেহেতু এটি স্বতন্ত্র নামায ঘর তাই এক্ষেত্রে নিজেরা পৃথকভাবে আযান দিয়ে নেওয়াই উত্তম। 

ফতোয়া: মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা।

পূর্ববর্তি সংবাদএখনও গভীর কোমায় নাসিম, অবস্থার উন্নতি নেই ডা. জাফরুল্লাহর
পরবর্তি সংবাদকরোনায় আরও ৪২ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় শনাক্ত ২ হাজার ৭৩৫ জন