৬০ হাজার ছাড়াল শনাক্ত, মোট মৃত্যু ৮১১ জনের

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনা শনাক্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। একদিনে নতুন ৩০ জনসহ মোট মৃত্যু হয়েছে ৮১১ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন।

শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৮২৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৮২৮ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ হাজার ৮০৪ জন।

পূর্ববর্তি সংবাদপটিয়া মাদরাসায় কাল থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম
পরবর্তি সংবাদকরোনার চিকিৎসা দিতে উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে: ওবায়দুল কাদের