করোনা যাত্রী-মালিক কাউকে ছার দিবে না: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: নিজেদের স্বার্থেই সচেতনতা জরুরি জানিয়ে  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা যাত্রী-মালিক-শ্রমিক আলাদা করে চিনবে না, ছাড় দিবে না।

আজ মঙ্গলবার নিজ বাসভবন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স সড়ক পরিবহন মন্ত্রীএ কথা বলেন।

মন্ত্রী বলেন, অর্ধেক বা তার চেয়েও কম যাত্রী নিয়ে গণপরবিহন চলছে। স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালানোয় মালিক সমিতি, শ্রমিক সংগঠনের সবাইকে ধন্যবাদ দেন তিনি।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তারা রাজনীতির আইসোলেশনে পৌঁছে গেছে।বিষোদগার ভাইরাসে আক্রান্ত বিএনপি কারও ভালো কাজ দেখতে পারে না।তাদের মাঝে ছড়িয়ে পড়েছে নেতিবাচকতার সংক্রমণ।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, সরকার নাকি কানে তুলো দিয়েছে। আমি বলতে চাই. সরকারের ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় আছে। চোখের সামনে থেকে মরচে ধরা চশমা সরিয়ে ফেলুন। তবেই সরকারের কার্যক্রম দেখতে পাবেন।’

পূর্ববর্তি সংবাদকরোনার মধ্যেই ইবোলার প্রাদুর্ভাব: কঙ্গোতে ছয়জনের শনাক্ত, চারজনের মৃত্যু
পরবর্তি সংবাদঅর্ধ লাখ ছাড়াল শনাক্তের সংখ্যা, নতুন ৩৭ জনসহ মোট মৃত্যু ৭০৯ জনের