পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে: মির্জা ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাল থেকে দেখছি, ট্রেনগুলোতে গাদাগাদি করে মানুষ আসছে। এরমধ্যে আপনারা দেখেছেন যে, বাসে রীতিমতো মারামারি হচ্ছে ওঠার জন্য, জায়গা পাওয়ার জন্য।

এখন সরকারের অবস্থা হচ্ছে যে- ‘কানে দিয়েছি তু্লো’। যা খুশি বলেন, তাদের কিছু যায় আসে না।

আজ সোমবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বারবার বিশেষজ্ঞরা বলছেন এমনকি তাদের (সরকার) নিয়োজিত যে টেকনিক্যাল পরামর্শক কমিটি রয়েছে তারাও বলছেন, সবকিছু খুলে দেয়াটা সুইসাইডাল। এটা করলে একটা ভয়ংকর অবস্থা তৈরি হবে। তারা সেই কথা শোনেনি। এমনকি প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এম আবদুল্লাহ, তিনিও পরিস্কার করে বলেছেন, এটা ভয়া্বহ অবস্থার সৃষ্টি করবে, সংক্রামণ আরো ব্যাপকহারে বৃদ্ধি পাবে।

পূর্ববর্তি সংবাদসারা দেশকে লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করার পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদব্রাজিলে ৫ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা