কয়রায় আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে তাকওয়া ফাউন্ডেশন

কয়রায় আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে তাকওয়া ফাউন্ডেশন

ইসলাম টাইমস ডেস্ক: খুলনার কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরী খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলেমদের স্বেচ্ছাসেবী সংগঠন তাকওয়া ফাউন্ডেশন।

সোমবার (১০) সাতক্ষীরার কয়রা উপজেলায় ১হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সংগঠনটি এ খাদ্য সামগ্রী বিতরণ করে বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন সংগঠনের প্রধান মাওলানা গাজী ইয়াকুব।

মাওলানা গাজী ইয়াকুব বলেন, ঘূর্ণিঝড় আম্পানে চরম অসহায় অবস্থায় রয়েছে কয়রা উপজেলার মানুষেরা। তাই এই এলাকায় আগামী তিন দিন জরুরী খাদ্যসামগ্রী বিতরণ করবে সংগঠনটি।

এছাড়া কয়রা উপজেলায় আম্পানে ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় সহায়-সম্বলহীন হয়ে পড়া রাস্তায় ঠাঁই নেওয়া পরিবারগুলোর মাঝে আবাসনের পরিকল্পনা হাতে নিয়েছে তাকওয়া ফাউন্ডেশন।

কয়রা উপজেলার এমপি আখতারুজ্জামানের উদ্বোধনে এ ত্রাণকার্য পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরায় তাকওয়া ফাউন্ডেশনের দায়িত্বশীল মাওলানা আনসারুল্লাহ, মাওলানা আশরাফ ইয়াসিন, মাওলানা সাইফুল্লাহ ও ফাউন্ডেশনটির স্বেচ্ছাসেবীরা।

পূর্ববর্তি সংবাদসাবানের প্যাকেটে ১৫ হাজার পিস ইয়াবা চালান, আটক ১
পরবর্তি সংবাদসাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত