করোনাকালীন বিএনপির সক্রিয় অবস্থান ইতিহাস হয়ে থাকবে: আমীর খসরু

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের এই দুঃসময়ে একটি বিরোধীদল মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে তা ইতিহাস হয়ে থাকবে। দলের নেতাকর্মীরা ত্রাণ ও সুরক্ষা সামগ্রী নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তা দলটিকে অনেক বেশি শক্তিশালী করেছে।

গতকাল রবিবার ক্যালিফোর্নিয়া বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমানের জীবন দর্শন এবং তার কর্মযজ্ঞ এবং বিএনপির ইতিহাস জনগণের সামনে তুলে ধরতে হবে। আজ বাংলাদেশে যেখানে এসে পৌঁছেছে এটার ভিত্তি হচ্ছেন শহীদ জিয়া এবং তার দল বিএনপি।’

আমীর খসরু বলেন, এত চড়াই-উৎরাই পার হয়ে, এত নিপীড়ন নির্যাতন, মিথ্যা মামলা শিকার হয়ে বিএনপি এখনও শক্তিশালীভাবে মানুষের সামনে সামনে, বিশ্বের সামনে অবস্থান করছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।‌ এটা বাংলাদেশের মানুষের হৃদয়কে টাচ করেছে। ‌যে কারণে এই দলটি শক্তিশালী আছে। জনগণের কাছে কমিটমেন্টের কারণে তারা সরে যাচ্ছে না।

পূর্ববর্তি সংবাদলিবিয়া হত্যাকাণ্ড: মানব পাচারকারী চক্রের হোতা কামাল হোসেন গ্রেফতার
পরবর্তি সংবাদআরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২ হাজার ৩৮১ জনের